পানি পড়া এবং জ্বীন ঝাড়া মন্ত্র
পানি পড়া মন্ত্রঃ
বিসমিল্লা বলিয়া মুখে তুলে লিনু বান,
বড় বড় দেবতা নাকি সহে টান।
ধর্মের বলে বান তুলে লভিনু হাতে,
বামদিকে বান যেন তীর মতো ছোটে।
জোরেতে লাগিল বান পৃষ্ঠে শয়তানের,
দেও দৈত্য ভাগে সব শব্দ হুঙ্কারের।
একে পড়ে পানি আল্লাহ আহাদ,
দুয়ে পড়ে পানি দ্বিতিয়ার চাঁদ।
তিনে পড়ে পানি দীন পয়গম্বর,
চারে পড়ে পানি চাহা রাম ইয়ার।
পাঁচে পড়ে পানি পাক পাঞ্জাতন,
ছয়ে পড়ে পানি পীর সোনাতন।
সাতে পড়ে পানি আমান সপ্তম,
আটে পড়ে পানি বেহেস্ত অষ্টম।
আমার এই মন্তর যদি নড়ে চড়ে,
আল্লাহর আসর তবে জমিনেতে পড়ে।
বা হক্কে লা-ইলাহা ইল্লাল্লাহু 🌸
নিয়মঃ এই মন্তর একবার গোসল করার পানির উপর তিনবার পাঠ করে ফুক দিতে হবে। তার পর যাহাকে দেও ভুত জ্বীন পরীর শয়তানের আছর হইয়াছে তাহাকে গোসল করে দিবে। এবং কিছু পানি পড়ে তাহাকে সাত দিন খাওয়াতে বলবে।
এই মন্ত্র দিয়ে যেকোন রুগীকে ঝাড়া এবং পানি পড়ে দেওয়া যাবে। যেমন বাও, বাতাস, উপড়া, ছোট ছেলে কান্না করলে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ